সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ০৭:৪৪:০২

দেশে গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা শনাক্ত, মারা যাওয়া সবাই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা শনাক্ত, মারা যাওয়া সবাই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় দুই হাজার ২৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।

সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫১ হাজার ১১৩জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন ও রাজশাহী বিভাগের একজন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে