বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করার অভিযোগে আটক ১৬৪ ভারতীয় জেলেকে (এক মৃতদেহওসহ) ফেরত পাঠোনো হয়েছে। মংলা থানার এসআই মঞ্জুর এলাহি এর সত্যতা স্বীকার করেছেন।
বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর প্রহরায় নদী পথে তারা বাংলাদেশ ছেড়েছেন।
এসআই মঞ্জুর এলাহি বলেন, মাছ শিকার করতে গত বছর বেশ কয়েকবার তারা বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে। বারবার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগেই মূলত নৌবাহিনী ও কোষ্ট গার্ডের টহল দল ১৩টি মাছধরা ট্রলারসহ তাদের আটক করে।
তিনি আরও জানান, ফেরত পাঠানো জেলেদের মধ্যে সঞ্জয় সামন্ত নামের এক জেলে নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর ট্রলারের স্নানাগারে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে।
এসআই মঞ্জুর জানান, বাংলাদেশের কারাগারে থাকা এসব জেলেকে সম্প্রতি আদালত অভিযোগ থেকে অব্যহতি দেয়। এরপর গত মঙ্গলবার বাগেরহাট কারা কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তের কাছে হস্তান্তর করে।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল