সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ০৮:৫০:০৮

‘আজকের বাংলাদেশে একজন মানুষও না খেয়ে থাকে না’

 ‘আজকের বাংলাদেশে একজন মানুষও না খেয়ে থাকে না’

এমটি নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু ফিরে না এলে সারাবিশ্ব থেকে সাহায্য নিয়ে যু'দ্ধবিধ্ব'স্ত বাংলাদেশকে পুনর্গঠন করা সম্ভব হতো না। স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চা'ড়া দিয়ে উঠতো। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজকের যে বাংলাদেশকে বিনির্মাণ করেছেন তা সম্ভব হতো না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) সকালে পিরোজপুরের নাজিরপুর বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, আজকের বাংলাদেশে যু'দ্ধাপরাধীদের কোনো আশ্রয়স্থল নাই। বঙ্গবন্ধুর খু'নিদের বিচার হয়েছে। বুদ্ধিজীবী হ'ত্যার বিচার হয়েছে। আজ আর কেউ বলতে পারবে না অপরাধ করেছি কেউ আমাদের কিছু করতে পারবে না। আজকের বাংলাদেশ বিশ্বের বিস্ময় বাংলাদেশ। আজকের বাংলাদেশে একজন মানুষও না খেয়ে থাকে না। দেশের টাকায় পদ্মা সেতু হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, কর্ণফুলী নদীর তীরে টানেল হচ্ছে। বাংলাদেশ এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা বলেন শেখ হাসিনার কাছে এমনকি ম্যাজিক আছে যে যু'দ্ধবিধ্ব'স্ত বাংলাদেশকে এই অনন্য উচ্চতায় নিয়ে আসছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে