সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ০৯:৫১:০৬

অর্ধেক যাত্রী নিয়ে চলতে হলে ভাড়াও বাড়াতে হবে: বদিউজ্জামান

অর্ধেক যাত্রী নিয়ে চলতে হলে ভাড়াও বাড়াতে হবে: বদিউজ্জামান

এমটি নিউজ ডেস্ক : হঠাৎ আবার করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর-ই ধারাবাহিকতায় করোনা সংক্রমণ এড়াতে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিতে আজ সোমবার সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পালনে ভাড়া বাড়াতে চান মালিকরা। যদিও ডিজেলের দাম বাড়ানোর পর গত বছরের শেষ ভাগে বাসের ভাড়া ২৭ শতাংশ এবং লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেছেন, অর্ধেক যাত্রী নিয়ে চলতে হলে ভাড়াও বাড়াতে হবে। তিনি বলেন, ‘অতীতে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে হয়েছে, কিন্তু ব্যবসার বারোটা বেজেছে তখন। ৬০ শতাংশ ভাড়া বেশি নেওয়া হয়েছে, কিন্তু যাত্রী সংখ্যা কমে গেছে। আর অনেক গরিব যাত্রী লঞ্চে উঠে বলেছে, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘অর্ধেক যাত্রী নিয়ে চললে তেলের পয়সাও হবে না। এর আগে অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত আসার পর ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে