এমটি নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের মন বড় উদার, করোনার সময়ও ভারত বাংলাদেশকে অনেক সহযোগিতা করেছে। আজ ভারতের দেওয়া দুটি অ্যাম্বুলেন্সের চাবি সুনামগঞ্জ পৌরসভায় হস্তান্তর করা হয়েছে, সেজন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ও ভারতের এ বন্ধুত্ব সারাজীবন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌরসভায় ভারতের দেওয়া একটি আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, যা বাংলাদেশের মানুষ নিজের চোখে দেখছে। তবে বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ তিনি প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড শুধু দেশের মানুষ কী করলে ভালো থাকবে, কী করলে মানুষের জীবন মান উন্নত হবে সেই চিন্তা করেন।