বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ০৯:২২:০৩

বিএনপি দুর্বল হয়ে পড়েছে, জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে: জিএম কাদের

বিএনপি দুর্বল হয়ে পড়েছে, জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে: জিএম কাদের

এমটি নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অনেক নির্যাতনের পরও জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। আমাদের প্রতিদিনই শক্তি বাড়ছে। মিছিল ও সভাগুলোতে জনসমাগম বাড়ছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বিএনপি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে দুর্বল হয়ে পড়েছে। বিএনপির নেতাকর্মীদের মাঝে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগও ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। তাদেরও দলের অবস্থান দুর্বল হয়ে পড়েছিল। আমি অনেককে বলতে শুনেছি, ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে কি না, এ নিয়ে নেতাকর্মীরা চিন্তিত ছিলেন। একইভাবে জাতীয় পার্টি ৩১ বছর ধরে ক্ষমতার বাইরে। তারপরও আমরা বেশিরভাগ নির্বাচনে অংশ নিয়েছিলাম। প্রার্থী দিয়েছি। এর মধ্যে ১০ শতাংশ প্রার্থী প্রতিকূলতার মধ্যে জয়ী হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে