বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ১২:৩৩:৩০

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিতে পারে : প্রধানমন্ত্রী

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিতে পারে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : স্কুল কর্তৃপক্ষের নিজস্ব ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে। যাতে শিক্ষার্থীরা নিরাপদে সড়ক পার হতে পারেন। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিতে পারে। তাদের নিজেদের লোক থাকতে হবে যারা শিক্ষার্থীদের সড়ক পারাপারে সাহায্য করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নবনির্মিত চারটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পাশাপাশি ট্রাফিক পুলিশও থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ছোটবেলা থেকেই ট্রাফিক রুলস সম্পর্কে ছেলে-মেয়েদের শেখাতে হবে। যাতে তারা এ বিষয়ে সচেতন হতে পারে। পথচারীরা সতর্ক থাকলে সড়ক দুর্ঘটনা কম হবে। মোবাইল কানে নিয়ে সড়ক পার হওয়া যাবে না।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে