বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ০৯:৫৭:৩৭

আবারো শৈত্যপ্রবাহ আসছে

আবারো শৈত্যপ্রবাহ আসছে

এমটি নিউজ ডেস্ক : গত দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আরো দুই দিন পর আগামী শনিবার থেকে এ অবস্থার উন্নতি হবে। এরপর দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কমবে। আর শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এই অবস্থার উন্নতি হবে। আগামী শনিবার থেকে মূলত সারা দেশেই আর বৃষ্টি থাকবে না। এরই মধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরো কমবে। ফলে শনি-রবিবার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।’

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে