ঢাকা: সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ভেজেটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলুর রহমান ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দেন।
বৃহস্পতিবারের ওই ঘোষণা অনুযায়ি আগামী শনিবার থেকে প্রতি লিটার ভোজ্যতেল ৫ টাকা কমে বিক্রি হবে। অর্থ্যাৎ ভোজ্যতেল লিটার প্রতি ৫টাকা কমানো হয়েছে।
দাম কমানোর ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভোজ্যতেলের আমদানিকারক সমিতি তেলের দাম লিটার প্রতি চার টাকা কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেয়। তবে আমি অনুরোধ করি তারা যেন দাম পাঁচ টাকা কমায়। শেষ পর্যন্ত সমিতির সভাপতি ফজলুর রহমান আমার অনুরোধ রাখেন। ফলে সর্বসম্মতিতে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত হয়।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল