ঢাকা: আগামীকাল শুক্রবার থেকে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় ধমীয় উৎসব বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিন থেকে টানা তিন দিন দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লিদের কণ্ঠে উচ্চারিত ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হবে গাজিপুরের টঙ্গীর তুরাগ নদীর পাড়।
এরই মধ্যে মুসল্লিদের ইবাদত-বন্দেগির জন্য ময়দানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ইজতেমা ময়দান।
ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন দেশের ৬৪টি জেলার মধ্যে ১৬ জেলার মুসল্লিরা। এরইমধ্যে ইজতেমা ময়দানে সুপেয় পানি, ওজু-গোসল, পয়ঃনিষ্কাশনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আর প্রতিটি প্রবেশ পথ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নেবেন মুসল্লিরা। ইজতেমায় অংশ নেবেন কয়েক হাজার বিদেশি মুসল্লি।
আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল