এমটি নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়ে জাহিয়া রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা দুজনেই খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন।
সিঁথি ও তার মেয়ে জাহিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর একটি সূত্র নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এ তথ্য নিশ্চিত করেননি। গত ২৪ অক্টোবর লন্ডন থেকে দেশে আসেন শর্মিলা রহমান। ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার পর প্রায় প্রতিদিনই হাসপাতালে যেতেন তিনি। শাশুড়ির দেখাশুনা করার জন্যই মূলত তিনি ঢাকায় অবস্থান করছেন।