এমটি নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।
শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ৩৭৮ জনের। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ছিল। তবে আজ গতকালের তুলনায় শনাক্ত কমেছে।