রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ০৪:১০:১৭

এই অঞ্চলে প্রতি বছর মঙ্গা হতো, এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

এই অঞ্চলে প্রতি বছর মঙ্গা হতো, এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপে রংপুর অঞ্চল মঙ্গাপীড়িত এলাকা থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়ন নির্ভর করে একটি সরকারের চিন্তার ওপর।’ রোববার নবনির্মিত রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে প্রতি বছর মঙ্গা হতো। বিশেষ করে চৈত্র এবং কার্তিক মাসে, বছরে দুইবার মঙ্গা লেগেই থাকত। আমরা এই কারণটা খোঁজার চেষ্টা করেছি। কী কারণে এটা হচ্ছে। আমরা দেখেছি মানুষের কোনো কাজ থাকত না। কোনো উৎপাদন থাকত না। মানুষের খাবারের ব্যবস্থা থাকত না। এ ধরনের একটা পরিস্থিতি। কাজেই তখন থেকে আমরা পরিকল্পনা নিই কীভাবে মঙ্গা দূর করব।

তিনি বলেন, ১৯৯৬ সালে যখন সরকারে আসি, তখন আমাদের গৃহীত পদক্ষেপের ফলে কিন্তু মঙ্গা ছিল না।  আপনারা রংপুরবাসী একটু মনে করে করতে পারেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল, আমরা কিন্তু ১৯৯৮ সাল থেকেই মঙ্গা দূর করে দিয়েছিলাম। ১৯৯৮ সালের বন্যার পর আমাদের খাদ্য উৎপাদন বাড়ে। দুভার্গ্য যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে আবার এই অঞ্চলে মঙ্গা শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-এ সরকারে এসে আমরা আবার পদক্ষেপ নিই। রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল রংপুর। ১৬টা জেলা। যেন জনগণ সেবাটা পায়। সেজন্য আমরা ২০০৯-এ সরকার গঠন করে ২০১০-এ রংপুর বিভাগ করে দেই। আল্লাহর রহমতে আমরা সরকারে আসার পর এই অঞ্চলে আর মঙ্গা দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। মানুষের কর্মসংস্থান হয়েছে।  এখন খাদ্য উদ্বৃত্তির অঞ্চল হয়ে গেছে রংপুর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে