রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ০৫:৪২:৪৮

গত চার মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ

গত চার মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ

এমটি নিউজ ডেস্ক : দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮২ শতাংশ। এছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে আট জনের।

রোববার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ৩৭৮ জনের। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ছিল। তবে আজ গত দিনের তুলনায় অনেক বেশি শনাক্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে