নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ১৩৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বেসরকারি ভাবে প্রাপ্ত ১৫০ কেন্দ্রের ফলাফলে আইভী পেয়েছেন ১,২৬,৯৯৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৭২,৩৭৩ ভোট।
তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়। এদিকে লাইনে ভোটার থাকায় কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও চলে ভোটগ্রহণ। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।