মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০১:১৪:৩৩

ওমিক্রনে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, সবাই সচেতন থাকুন : প্রধানমন্ত্রী

ওমিক্রনে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, সবাই সচেতন থাকুন : প্রধানমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : মানুষ যেন সরকারি সেবা পায় সে বিষয়ে জেলা প্রশাসকদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ওমিক্রনে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে জানিয়ে সবাইকে সচেতন থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। ডিসি সম্মেলন উদ্বোধন করে জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন। সে বিষয়ে সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ  ক্ষমতায় এসে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের বিভিন্ন পদক্ষেপ নেয়। তিনি আরো বলেন, আমরা সরকারের ১৩ বছর পূর্ণ করেছি। একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা বেশ কিছু উন্নয়ন করতে পেরেছি। আমাদের লক্ষ্য অনেক দূর এগিয়ে যাওয়ার। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে। সামনের দিকে আরো অনেক এগিয়ে যেতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে