ঢাকা : নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় পৌঁছেছেন। তিনি বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
ঢাকার আগে ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা । ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কে কর্মরত ছিলেন।
হর্ষ বর্ধন শ্রিংলার কূটনৈতিক ক্যারিয়ার ত্রিশ বছরের। নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও তিনি প্যারিস, হ্যানয়, ও তেলআবিবে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ছিলেন। এছাড়া জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
শ্রিংলা জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পাওয়ায় তিনি অত্যন্ত অভিভূত এবং কিঞ্চিৎ চমকিতও বটে। মাত্র দেড় বছর আগে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মতো রাষ্ট্রে হাইকমিশনার নিযুক্ত করায় তিনি বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে।
নতুন হাই কমিশনার শ্রিংলা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা। তাই বাংলা ভাষা সম্পর্কে তার সম্যক ধারণা আছে।
তিনি বলেন, আমি বাংলা বুঝতে পারি। একান্ত সাবলীল না হলেও কিছুটা বলতেও পারি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দীর্ঘদিন বাংলাদেশ বিভাগের যুগ্ম সচিব ছিলাম। তখন আমার অধীনে মিয়ানমার, মালদ্বীপ এবং শ্রীলংকাও ছিল। ফলে সার্ক সদস্য দেশগুলোর সহযোগিতার ক্ষেত্র সম্পর্কেও আমি ওয়াকিবহাল।'
তিনি আরও বলেন, কমপক্ষে ১৫ বার বাংলাদেশ সফর করেছি। সফরকালে আমার ওপর অর্পিত বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছি। তাই ভারত ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ-সংক্রান্ত বিষয়ে আমার সম্যক ধারণা রয়েছে।
ঢাকায় দায়িত্ব নেওয়ার পর তার অগ্রাধিকার কী হবে- জানতে চাইলে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আমার প্রধান কর্তব্য হবে বাংলাদেশের সহযোগীদের সঙ্গে একসঙ্গে নিবিড় সম্পর্কের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহমতের ক্ষেত্রগুলো বাস্তবায়ন করা, যাতে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ শিখরে উন্নীত করা যায়।
পিতৃভূমি দার্জিলিং হলেও হর্ষবর্ধন শ্রিংলার জন্ম মুম্বাইতে। বাবা কর্মসূত্রে কলকাতায় অবস্থান করায় সেখানেই কয়েক বছর পড়াশোনা করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনমিক্স'থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। তার একমাত্র ছেলে হাই স্কুলে পড়াশোনা করছে। শ্রিংলার শখের মধ্যে রয়েছে বইপড়া, সাঁতার কাটা, সাইকেল চালানো। বিদেশি ভাষার ধ্রুপদী ছবি তার ভীষণ পছন্দ।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ