বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ১১:২৯:৪২

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশে ‘ফগ অ্যালার্ট’ জারি

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশে ‘ফগ অ্যালার্ট’ জারি

এমটিনিউজ ডেস্ক : দেশের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে দিয়ে জানিয়েছে, সারাদেশের নদী তীরবর্তী এলাকাগুলোয় বুধবার দুপুর পর্যন্ত তীব্র কুয়াশা থাকবে। ফলে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা তার নীচে কমে যেতে পারে।

আজ বুধবার ভোর পাঁচটা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ঘন বা মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বুধবার দুপুর ১টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে। আবহাওয়াবিদদের ভাষায়, একে 'ফগ অ্যালার্ট' বা কুয়াশার সতর্কবার্তা বলা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে