বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ০৪:০২:৩২

বিয়ের অনুষ্ঠান ও সব ধরণের জনসমাগম বন্ধসহ যেসব নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের অনুষ্ঠান ও সব ধরণের জনসমাগম বন্ধসহ যেসব নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : সংক্রমণ বাড়ায় ১১ দফা বিধিনিষেধের মধ্যে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিয়েসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি। পাশাপাশি আমরা বলেছি, ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টেও স্ক্রিনিং চলছে। সেগুলো যাতে ঠিকমতো দেখেন ও যাতে সেখানে ফাঁকি না দেওয়া হয়। কোয়ারেন্টিন বিষয়েও তাদের বলেছি। প্রত্যেকটি জেলা হাসপাতালে ১০টি বেড আইসিইউ, ১০টি বেড ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে, যেটা এখন ইনস্টলেশনের পর্যায়ে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে