বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৭:৪০

শ্রীমঙ্গলের মেলায় একটি মাছ লাখ টাকা!

শ্রীমঙ্গলের মেলায় একটি মাছ লাখ টাকা!

নিউজ ডেস্ক : ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা বিভিন্ন জাতের মাছ নিয়ে আসে অংশগ্রহণকারীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। আর এই মেলায় এবার ১টি বাঘ মাছের দাম চাওয়া হয়েছে ১ লাখ টাকা।

মৎস্য ব্যবসায়ী সমর মিয়া জানান, ৪৫ কেজি ওজনের ১টি বাঘ মাছ তিনি মেলায় তুলেছেন। বাঘ মাছটি দাম চাচ্ছেন ১ লাখ টাকা। মাছের দাম ৪৮ হাজার টাকা পর্যন্ত ক্রেতারা বলেছেন।অবশেষে মাছটি বিক্রি হলো ৬০ হাজার টাকায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাছটি দেখতে ওই এলাকার হাজারো মানুষ ভিড় করে। মেলায় হুমড়ি খেয়ে পড়ে লোকজন।

বেশ কয়েক বছর ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গলের নতুন বাজারে এ মেলা বসে। মেলায় নানা রকমের মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। মাছের মেলায় শহর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে যেমন ব্যবসায়ীরা আসেন। তেমনি আসেন ক্রেতারাও।

মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে বিশাল বিশাল আকৃতির মাছ সংগ্রহ করে এই মেলায় নিয়ে আসায়। স্থানীয় সৌখিন উৎসাহী মৎস্য প্রেমীরা ও ভোজনবিলাসী মানুষ পছন্দের মাছ কিনতে মেলায় ভীড় জমান।

গেল কয়েক বছর থেকে মেলার ব্যপ্তি আর প্রচার বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকেও এখন আসছে বড় বড় মাছের চালান। মেলায় মাছ ব্যবসায়ীরা  নিয়ে আসেন নানান প্রকার ও আকৃতির মাছ। বিশাল আকৃতির বাঘাইড়, বোয়াল, রুই, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ মেলায় আনা হয়।

এছাড়া মেলার কথা মাথায় রেখে মৎস্যচাষীরা তাদের জলমহাল থেকে সেরা মাছ আহরণ করেন এবং বিক্রি করেন। মূলত এই মেলা চলে একদিন। অগ্রহায়ণের নবান্ন উৎসবের রেশ কাটতে না কাটতেই শীত জড়ানো পৌষের পিঠা-পুলি আর মুড়ি-মুড়কির পাশাপাশি এই মেলা আরেক আনন্দানুভূতি নিয়ে আসে শ্রীমঙ্গলবাসীর কাছে।

ব্যবসায়ীরা জানান, মাছের মেলাকে কেন্দ্র করে আগ থেকেই কে কত বড় আকৃতির মাছ মেলায় উঠাতে পারেন এ নিয়ে ভেতরে ভেতরে চলে এক ধরনের প্রতিযোগিতা। স্থানীয় হাওর-বাঁওড় মাছের খামার ছাড়াও সিলেট, হবিগঞ্জের সুনামগঞ্জ, মারকুলি ও ঢাকা থেকে মাছ নিয়ে আসা হয়।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে