নিউজ ডেস্ক : সম্পদের বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে কমিশন এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মামলা (মামলা নং-৫২) দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক আর কে মজুমদার।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ