নিউজ ডেস্ক : নাটক-সিনেমাকে হার মানিয়েছে বরিশালের একটি ঘটনা। ভিক্ষা করে চলতেন। মাসে ৬০০ টাকা ভাড়ায় এক বাসায় একাই থাকতেন বৃদ্ধা। তিনি মারা যাওয়ার পর সেই ভাড়া বাসায় মিলেছে বস্তা বস্তা টাকা-পয়সা।
বুধবার বরিশাল নগরীর বটতলা এলাকার আদম আলী হাজি গলিতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্বজনরা ঘর থেকে ৭০ কেজি চালও উদ্ধার করে।
মৃত ওই ভিখারিণীর নাম আলেয়া বেগম (৬৫)। নগরীর আদম আলী হাজি গলির সোবাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরাদীতে। সেখানকার মৃত মোক্তার হোসেনের স্ত্রী ছিলেন তিনি।
মৃত বৃদ্ধার ভাই এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, সোমবার সকালে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে মারা যান আলেয়া বেগম। পরে স্বজনরা তার লাশ দাফন করেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাই যান তাদের বোনের ভাড়া বাসার মালামাল নিতে। এ সময় ঘরে ১০টি বস্তায় টাকা-পয়সা দেখতে পেয়ে হতবাক হয়ে যান।
এর মধ্যে কিছু ধান-চাল রাখার ৫০ কেজি চটের বস্তা এবং কয়েকটি খরচের ব্যাগ।বস্তায় এক টাকা, দুই টাকা থেকে শুরু করে ১০০-৫০০-১০০০ টাকার নোটও ছিল। তবে বেশির ভাগ টাকাই ছোট নোট ও মুদ্রা।
পরে এলাকাবাসী ও স্বজনরা দীর্ঘ সময় ধরে টাকা গুনেন। খুচরা টাকা-পয়সা বেশি থাকায় অনেক সময় লাগে। গুণে তারা দেখতে পান সেখানে ৯৫ হাজার ২০০ টাকা রয়েছে।
পরে সেই টাকার কিছু অংশ স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং মাহফিলের জন্য দান করা হয়। বাকি টাকা দুই ভাইকে বুঝিয়ে দিয়েছে স্থানীয়রা।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ