নিউজ ডেস্ক : দেশের সব স্তরের চিকিৎসা সেবা দ্রুত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।দেশের কোনো ফোন থেকে ১৬২৬৩ নম্বরে কল করলেই ঘরের সামনে বা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ‘স্বাস্থ্য বাতায়ন’ নামে একটি কল সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশবাসী এই সেবা পাবেন। স্বাস্থ্য বাতায়নের এ নম্বর হচ্ছে ১৬২৬৩।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের যেকোনো প্রান্ত থেকে রোগী এবং জনগণ দিন-রাত যে কোনো সময় একটি মাত্র নম্বরে কল দিয়ে চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা এবং সারাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত যে কোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারবেন।
এরই মধ্যে অ্যাম্বুলেন্সের তথ্য সংগ্রহ ও তালিকাভূক্তির কাজ শুরু হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের http://16263.dghs.gov.bd/ambulance/ লিংকে গিয়ে স্ব স্ব অ্যাম্বুলেন্স তালিকাভূক্ত করতে সব সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানা যাবে ১৬২৬৩ নম্বরে কল করে।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ