ঢাকা: যেকোন সময় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব পদ থেকে পদত্যাগ করতে পারেন। কারণ তিনি আর ওই পদে থাকতে চাচ্ছেন না। তাই পদত্যাগের ব্যাপারে এরই মধ্যে নিজের ঘনিষ্ঠদের সঙ্গে পরামর্শ করছেন বলে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা স্বীকার করেছেন।
দলটির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জাপার কাকরাইল অফিসে জিয়াউদ্দিন আহমেদ বাবলু পদত্যাগের বিষয়ে ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি শারীরিক অসুস্থজনিত কারণে দলের ওই পদে থাকবেন না বলে আলোচনা করেছেন।
সূত্রের দাবি, সেখানে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, আরিফ খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ।
বৈঠকে উপস্থিত জাপার একাধিক নেতা এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাবলু সাহেব শুক্রবার দুপুরে এরশাদের সঙ্গে তার মহাসচিব পদ থেকে পদত্যাগের আগ্রহের কথা জানাবেন বলে তাদের জানিয়েছেন।’
জানা গেছে, পার্টির হঠাৎ চাঙা হওয়া গ্রুপিং, জিএম কাদেরের নেতৃত্বাধীন বিশাল অংশের বিরোধীতা, সম্প্রতি উত্তরবঙ্গের কয়েকটি জেলার কাউন্সিলে বাবলুর বদলে জিএম কাদেরকে প্রধান অতিথি করায় ভীষণ ক্ষুব্ধ বাবলু। এসব কারণেই হয়ত তিনি আর এই পদে থাকতে চাচ্ছেন না।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল