শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৪:৫৭

ইজতেমা শুরু, ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে আবারো প্রকম্পিত তুরাগ তীর

ইজতেমা শুরু, ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে আবারো প্রকম্পিত তুরাগ তীর

জুবায়ের রাসেল: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৬ সালের বিশ্ব ইজতেমা।

এরই মধ্যে দেশ-বিদেশের লাখ লাখ মুসলমান ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। ইজতেমা ময়দানে উপস্থিত এসব লাখো মুসল্লির কণ্ঠে উচ্চারিত ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে এখন প্রকম্পিত হচ্ছে তুরাগের পূর্ব তীর।

এবারই প্রথমবারের মতো দেশের মোট ৩২টি জেলা নিয়ে ইজতেমার দুই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরের বিশ্ব ইজতেমা বাকি ৩২ জেলা নিয়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে অংশ নিয়েছে ঢাকার একাংশসহ ১৭টি জেলার তাবলিগ অনুসারীরা।

মুসল্লিদের খিত্তাওয়ারি অবস্থান: কোন জেলার মুসল্লিরা কোন খিত্তায় অংশ নেবেন তা হল- ঢাকা জেলা (১ থেকে ৭) নং খিত্তা, ঝিনাইদহ ৮নং খিত্তা, জামালপুর (৯ ও ১১)নং খিত্তা, ফরিদপুর ১০নং খিত্তা, নেত্রকোনা (১২ ও ১৩)নং খিত্তা, নরসিংদী (১৪ ও ১৫)নং খিত্তা, কুমিল্লা (১৬ ও ১৮)নং খিত্তা, কুড়িগ্রাম ১৭নং খিত্তা, রাজশাহী (১৯ ও ২০)নং খিত্তা, ফেনী ২১নং খিত্তা, ঠাকুরগাঁও ২২নং খিত্তা, সুনামগঞ্জ ২৩নং খিত্তা, বগুড়া (২৪ ও ২৫)নং খিত্তা, খুলনা (২৬ ও ২৭)নং খিত্তা, চুয়াডাঙ্গা ২৮নং খিত্তা এবং পিরোজপুর জেলার মুসল্লিরা ২৯নং খিত্তায় অবস্থান নেবেন।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে