শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৫:১৬

‘শিক্ষকদের এ ছাড়া উপায় ছিলো না’

‘শিক্ষকদের এ ছাড়া উপায় ছিলো না’

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, শিক্ষকদের আন্দোলন আপাত দৃষ্টিতে অনৈতিক মনে হলেও এছাড়া উপায় ছিলো না। কারণ, শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই প্রথম শিক্ষকদের মর্যাদার অবনমন ঘটানো হয়েছে।

দৈনিক মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাতকারে সৈয়দ আনোয়ার আরও বলেন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাদের সমস্যা নিয়ে বিগত ৮ মাস ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করার চেষ্টা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগে বারবারই ব্যর্থ হয়েছেন তারা। সুতরাং চূড়ান্ত পর্যায়ে এরকম একটি অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে।

তিনি বলেন, সরকারের উচিত উচ্চশিক্ষায় সংকট কাটানোর জন্য যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান করা। আলোচনার বিকল্প নেই। আমরা শিক্ষক সমাজ খুবই মানসিকভাবে বিব্রতবোধ করছি ক্লাস নিতে পারিছ না, পরীক্ষা নিতে পারছি না। শিক্ষকরা সমাজের সর্বোচ্চ সম্মানের পাত্র। একথা প্রধানমন্ত্রীও বলেছেন। কিন্তু শিক্ষকদের যখন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে তখন বেতন কাঠামোতে যে বৈষম্য রাখা হেয়েছে তা থেকে তো মর্যাদার প্রশ্নে শিক্ষকদের অবস্থান নড়বড়ে হয়ে গেছে। অন্তত সপ্তম বেতন কাঠামোতে যা ছিল সেটুকু দিলেই তো হতো।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে