হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইউসুফ নগর এলাকায় ট্রাকচাপায় তিন জন শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের সফিক মিয়া (৪০), একই এলাকার মহরম আলী (৩৮) তবে অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই হবিগঞ্জ সড়ক পরিবহনের নির্মান শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় মহাসড়কের রাস্তাদিয় শ্রমিকরা কাজ করছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্থাস্ব্যকমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
‘ঢাকা মেট্রো ট ১৫-৬৯৩২’ নম্বর প্লেটধারী একটি ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এছাড়া এলাকাবাসী বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষভ করেছে বলেও জানান তিনি।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল