শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০২:২৩:৩২

ইউপি নির্বাচন, বিনা শর্তে স্বতন্ত্র প্রার্থী

ইউপি নির্বাচন, বিনা শর্তে স্বতন্ত্র প্রার্থী

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সাক্ষর তালিকা লাগবে না বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুমোদন করার পর দলভিত্তিক ইউপি ভোট করতে সংশোধিত নির্বাচন বিধিমালার খসড়া রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নবম ও দশম সংসদ নির্বাচন এবং সর্বশেষ পৌর নির্বাচনের অভিজ্ঞতা থেকেই স্বতন্ত্র প্রার্থিতার শর্ত শিথিলের এই সিদ্ধান্ত।

ভবিষ্যতে পৌর নির্বাচন বিধিমালায় ১০০ ভোটার ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)এর ১% ভোটারের সমর্থনের তালিকা দেওয়ার বিধান বাদ দেওয়ার কথাও ভাবতে শুরু করেছে কমিশন।

কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম জানান, প্রয়োজনীয় সংশোধনীর পর ইউপি নির্বাচন  বিধিমালা বৃহস্পতিবার অনুমোদন করেছে ইসি।

“এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থিতায় ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর তালিকা দেওয়ার বিধান রাখা হয়নি। বাস্তবতা বিবেচনা করেই এ ধরনের শর্তা বাদ দেওয়া হচ্ছে,” বলেন তিনি।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে