স্পোর্টস ডেস্ক : হারতে হারতে একেবারে দুর্দান্ত একটা জয় তুলে আনল টাইগার বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে তিনি এক বার্তায় দলকে অভিনন্দন জানান।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের টার্গেট টপকে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২১৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললেও আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের অনবদ্য দুই অর্ধশতকে জয় তুলে নেয় বাংলাদেশ।