শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:১৬:১২

সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে  প্রধানমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

এমটি নিউজ ডেস্ক : রীতিমতো দাপট দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে এক বার্তায় দলের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। 

আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে স্কোর বোর্ডে ৩০৬ রানে বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। এটি আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম তিনশ পার করা পুঁজি। ৩০৭ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে অল আউট হয় আফগানরা। এর মধ্য দিয়ে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সিরিজটিও নিজেদের করে নিল টাইগাররা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে