শনিবার, ১২ মার্চ, ২০২২, ০৭:৪৮:০৯

কেমন আছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত? যা জানালেন ব্যক্তিগত সহকারী

কেমন আছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত? যা জানালেন ব্যক্তিগত সহকারী

এমটি নিউজ ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখন তিনি রাজধানীর বনানীর বাসায় রয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) তিনি বাসায় ফেরেন।

আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৬ মার্চ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, আবুল মাল আবদুল মুহিত এখন ভালো আছেন, সুস্থ আছেন। তার খাওয়াদাওয়া কমে গেছে। এখন তেমন কিছু খান না। ডাক্তার খাওয়াদাওয়া বাড়াতে বলেছেন। আমরাও চেষ্টা করি। তবে তিনি দুর্বল হয়ে গেছেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত ৫ মার্চ রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে