নিউজ ডেস্ক : তুরাগ তীরে দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমায় আসা এক মালয়েশিয় নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মালয়েশিয় নাগরিক শাহিদান ইব্রাহিম (৪৮) মারা যান। বাদ মাগরিব ইজতেমা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ইজতেমা মাঠের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত পুলিশ পরিদর্শক মো. মোমিন মিয়া জানান, সকালে শাহিদান ইব্রাহিম অসুস্থ বোধ করলে তাকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
মালয়েশীয় দূতাবাসের মাধ্যমে তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ পরিদর্শক। এছাড়া আবুল কাশেম (৬৫) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমার ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। আবুল কাশেম জামালপুর জেলার সদর উপজেলার কাচারিপাড়া এলাকার বাসিন্দা। টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হোসেন বলেন, মৃত অবস্থায় আবুল কাশেমকে হাসপাতালে আনা হয়। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে এক বিদেশি মুসল্লিসহ ৩ মুসল্লির মৃত্যু হলো। এর আগে বৃহস্পতিবার রাতে মারা যান বগুড়া জেলার গাবতলী উপজেলার মাঝবাড়ি মৃত কছিমউদ্দিন প্রমানিকের ছেলে আব্দুর রহমান (৬০)।
১৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ