রবিবার, ২০ মার্চ, ২০২২, ০২:১৫:৪৫

চালু হচ্ছে ট্রেন, ঢাকা থেকে সহজে ও স্বল্প খরচে দার্জিলিং

 চালু হচ্ছে ট্রেন, ঢাকা থেকে সহজে ও স্বল্প খরচে দার্জিলিং

এমটি নিউজ ডেস্ক : ভ্রমণ পিপাসুদের জন্য বড় সুখবর! আর কোন চিন্তা নয় এবার ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণ অল্প খরচে সেরে আসুন। খুব শিগগিরই ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) - নিউ জলপাইগুড়ি (ভারত) এর মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চালু হচ্ছে। আর এই ট্রেনে করেই আপনি ঢাকা থেকে সহজে ও স্বল্প খরচে দার্জিলিং ঘুরে আসতে পারেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে দীর্ঘ ২৫ মাস পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিকে ঢাকা-কলকাতা ট্রেন চলবে। তবে সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ট্রেনের সময়সূচি: সপ্তাহে চারদিন চলাচল করবে ট্রেনটি। নিউজলপাইগুড়ি (ভারত) থেকে মিতালী এক্সপ্রেস ছাড়বে প্রতি রবিবার ও বুধবার। অন্যদিকে ক্যান্টনমেন্ট ( বাংলাদেশ) থেকে ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার।

মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ও ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়াও হলদিবাড়ি ও চিলহাটি স্টেশন ধরবে।  ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ট্রেনের ভাড়া: এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৪৯০৫ টাকা, এসি সিট ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩৮০৫ টাকা ও এসি চেয়ার ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২৭০৫ টাকা। উল্লেখ্য, ৫ বছর বয়স পর্যন্ত ৫০% ভাড়া প্রযোজ্য হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে