রবিবার, ২০ মার্চ, ২০২২, ১০:৫৮:০৩

যেভাবে একাই ডুবে যাওয়া লঞ্চ থেকে ৭ জনকে উদ্ধার করল মুন্না

যেভাবে একাই ডুবে যাওয়া লঞ্চ থেকে ৭ জনকে উদ্ধার করল মুন্না

এমটি নিউজ ডেস্ক : আবারো মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা। আজ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেওয়া এমভি রূপসী জাহাজটিকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জের ডক ইয়ার্ড থেকে জাহাজটিকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় এমএল আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যায়। এ সময় সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে জাহাজের কাজ করছিলেন তাফসির আহমেদ মুন্না। চোখের সামনে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবে যেতে দেখে মুন্না নিজে ট্রলার নিয়ে ৭ জনকে উদ্ধার করেন।

তাফসির বলেন, লঞ্চটি যখন ডুবে যাচ্ছিল তখন আমরা চিৎকার করছিলাম যাতে করে জাহাজের মাস্টার আমাদের দিকে তাকান এবং জাহাজটি থামানোর চেষ্টা করেন। তখন যদি জাহাজটি থামাতো তাহলে মৃত্যু হতো না।

তিনি বলেন, আমি ট্রলার নিয়ে সাতজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই দুজন মারা যান। আমি চেষ্টা করেছিলাম আরও কয়েকজনকে উদ্ধার করার।শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে