সোমবার, ২১ মার্চ, ২০২২, ০২:২৭:০০

জীবন বাঁচাতে সব ফেলে বাচ্চাকে কোলে নিয়ে বের হয়ে যান চায়না বেগম

 জীবন বাঁচাতে সব ফেলে বাচ্চাকে কোলে নিয়ে বের হয়ে যান চায়না বেগম

এমটি নিউজ ডেস্ক : চারদিকে তখন আগুন, জীবন বাঁচাতে তখন সবার দিগ্বিদিক ছোটাছুটি। চায়না বেগম তখনও ঘরেই ছিলেন। হঠাৎ তার স্বামী জামিরুল ইসলাম এসে বললেন, দ্রুত বের হও, চারদিকে আগুন।

কিছুই ছুঁয়ে দেখতে পারেননি চায়না বেগম, শুধু কোলের সন্তান মিমকে কোনো মতে নিয়েই ঘর থেকে বেরিয়ে যান তিনি। স্বামীকে বলছিলেন ঘর থেকে কিছু বের করতে, কিন্তু স্বামী বললেন কিছু বের করার আর সময় নেই। আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। তাই ঘর থেকে কিছু বের না করেই নিরাপদ দূরত্বে এসে আশ্রয় নেন তারা।

রোববার (২০ মার্চ) রাতে রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত চায়না বেগম এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন।

চায়না বেগম বলেন, আমি শ্যামলীতে বাসা-বাড়ির কাজ করি। আমার জামাই আগে বাবুর্চির কাজ করত, এখন বেকার। আগুন যখন লাগে তখন আমি ঘরেই ছিলাম। কিন্তু কিছু বের করতে পারিনি। শুধু বাচ্চাকে কোলে নিয়ে কোনো মতে নিজেরা বের হয়েছি। ঘরে টিভি, খাট, শোকেস সবই ছিল কিন্তু কিছুই বের করতে পারিনি। অনেকের ঘর পুড়ে গেছে কিন্তু কেউই কিছু বের করতে পারেনি।

চায়না বেগমের অন্য দুই মেয়েও ঘর থেকে বেরিয়ে জীবন বাঁচাতে পেরেছে। দেড় বছরের ছোট্ট মিমকে কোলে নিয়া জীবন বাঁচার তাগিদে বেরিয়ে পড়েন তিনিও। সাজানো সংসারের কিছুই সঙ্গে আর নিতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে