শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১২:৫৪:০৬

পুলিশি নির্যাতনের দুই ঘটনায় তদন্ত কমিটি

পুলিশি নির্যাতনের দুই ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

পুলিশের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের এ তদন্ত কমিটিতে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পুলিশ পরিদর্শক রয়েছেন।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সুপারভাইজার বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের ঘটনা তদন্তে ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলামের পক্ষ থেকে দুই সদস্যের আরো একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈনুল হক ও সহকারী কমিশনার (এসি) কামরুল ইসলাম।

ডিসি সৈয়দ নূরুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। তবে তদন্তে কারো দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় কর্তব্যরত অবস্থায় বিকাশকে বেধড়ক পেটায় যাত্রাবাড়ী থানার কয়েকজন পুলিশ। তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিলেও পরে তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

এর আগে, ৯ জানুয়ারি রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর ও ক্রসফায়ারে মেরে ফেলার ভয় দেখায় মোহাম্মদপুর থানার পুলিশ।
১৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে