নিউজ ডেস্ক : দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার শুরু হয়েছে। ফজরের নামাজের পর থেকে ইজতেমার মাওলানাদের বয়ান শুনছেন মুসল্লিরা। বয়ানের মূল বিষয়, নিজে ইসলামের পথে চলা এবং অন্যদের ইসলামের পথে চলার দাওয়াত দেওয়া।
বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদভারে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। ইবাদত-বন্দেগিতে মশগুল সবাই। টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে আজকেও মানুষের ভিড় দেখা গেছে।
রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হচ্ছে এবারের দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমা।
১৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ