নিউজ ডেস্ক : বাংলাদেশি তরুণ রকিবুল হাসানের অন্য রকম সাফল্য। তিনি ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে প্রবর্তিত ‘কুইন্স ইয়ং লিডার’ হিসেবে মনোনিত হয়েছেন। গত ৮ ডিসেম্বর মঙ্গলবার ‘দ্য কুইন্স ইয়ং লিডার প্রোগ্রাম’ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।
রকিব ‘Highly Commended Runner-Up’ এর বিশেষ বিভাগে এই বিরল সম্মাননা অর্জন করেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের কমনওয়েলথভুক্ত পঞ্চাশেরও অধিক রাষ্ট্রসমূহের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
এই বছরব্যাপী প্রোগ্রামের মধ্য দিয়ে রকিব যুক্তরাজ্যের বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘লিডিং চেঞ্জ’ নামক স্বতন্ত্র অনলাইন লিডারশিপ কোর্সে অংশ নেবেন।
এর আগে মহামান্য রানীর উত্তরাধিকার টিকিয়ে রাখতে গতবছর ৯ জুলাই মহামান্য রানীর পক্ষে ‘দ্য ডিউক অব কেমব্রিজ’ প্রিন্স হ্যারি কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে প্রভাবশালী যুবনেতৃত্ব অনুসন্ধান করা শুরু করেন। বাংলাদেশি তরুণ রকিব এখন মহামান্য রানীর পক্ষে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।
নারায়ণগঞ্জে বেড়ে ওঠা রকিব ছাত্রজীবনের শুরুর দিকে নানামুখী স্বেচ্ছাসেবী কার্যক্রমে জড়ান। তিনি সমাজে নানামুখী সহিংসতার প্রকৃতি ও কারণ বিষয়ে গবেষণা করছেন। গঠনমূলক নেতৃত্ব ও বিকাশে তিনি তরুণ সমাজকে নানাভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন রাষ্ট্র অথবা সমাজের প্রকৃত মুক্তি যুব সমাজের গুণগত বিকাশের মধ্য দিয়ে অর্জিত হতে পারে।কারণ দ্রুতই এই যুবকগণ প্রবীণদেরকে কর্মস্থল প্রতিস্থাপন করবে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশে তিনি শান্তি প্রতিষ্ঠা, আন্ত-ধর্মীয় সংলাপ ইত্যাদি বিষয়ের উপর উল্লেখযোগ্য সংখ্যক কর্মশালা আয়োজন করেছিলেন। তিনি নাগরিক সাংবাদিকতা ও এদেশে প্রথম শান্তি সাংবাদিকতার উপরে এখনো দেশব্যাপী কর্মশালা পরিচালনা করছেন।
সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি গবেষণা করছেন। সেগুলো কমপক্ষে ১৫টিরও বেশি সাময়িকী ও সম্মেলনে প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতি, উন্নয়ন ও শান্তির উপর তার প্রথম বইয়ের সম্পাদনা করছেন। তার উল্লেখযোগ্য গবেষনার বিষয় হচ্ছে-নিরাপত্তা, বিশেষ করে যুব সমাজের জঙ্গিবাদে জড়িয়ে পরার প্রবণতা, আঞ্চলিক ভূ-রাজনীতি, নৃতাত্বিক সঙ্ঘাত, অভিবাসন ও শরণার্থী সঙ্কট ও শান্তি প্রতিষ্ঠার মত সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়াদি।
১৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ