এমটি নিউজ ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার সকাল ৯ টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করতে আসেন জাতীয় স্মৃতিসৌধে।
বেদিতে ফুল দেয়ার সময় নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে পড়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। পরে আমানুল্লাহ আমান ও রুহুল কবির রিজভী মির্জা ফখরুলকে টেনে তুলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা জেলা বিএনপি'র সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ দলের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত। যে লক্ষ্য এবং আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিসাৎ হয়েছে।