সোমবার, ২৮ মার্চ, ২০২২, ০৭:৫৫:৩৩

রোজায় স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

রোজায় স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

এমটি নিউজ ডেস্ক: রোজায় খোলা থাকছে সব স্কুল-কলেজ। আর ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আজ সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়কে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ১৯ মার্চ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। সেই হিসেবে ২২ অথবা ২৩ রমজার পর্যন্ত স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম চলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে