ঢাকা : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন চাওয়ার আশা পূরণ করছে সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘পাকিস্তানি পলিসিতে বিএনপির রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়েজন করে।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আপনি নির্বাচন চান, সরকার আপনার প্রত্যাশা পূরন করে নির্বাচন দিচ্ছে। সিটি কর্পোরেশন, পৌর নির্বাচন দিয়েছে। আপনি তাতে অংশগ্রহণ করেছেন। মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আশা করি, সেখানেও অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, আসলে আপনি মুখে বলেন নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। আর ভেতরে বলেন নির্বাচনে যাব এবং সেটা শেখ হাসিনার অধীনেই।
সুরঞ্জিত বলেন, বিশ্বের মানুষ স্বীকার করছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। অথচ খালেদা জিয়া সেই উন্নয়ন দেখতে পান না। খালেদার মুখ থেকে শোনা যায়, শুধু একটি ফ্লাইওভার ছাড়া আর কিছুই হয়নি।
তিনি বলেন, তাহলে সমুদ্র বিজয়, ছিটমহল বিনিময়, পদ্মা সেতু, হাতিরঝিল, বিদ্যুৎ ক্ষেত্রে বিপ্লব আসলো কোথা থেকে? এরপরও তিনি যে একটি উন্নয়নের কথা স্বীকার করেছেন এ জন্য তাকে ধন্যবাদ। আশা করি, এর মাধ্যমে আপনার উন্নয়ন স্বীকার করার অভ্যাস তৈরি হবে।
সুরঞ্জিত বলেন, আপনি আন্দোলন, জ্বালাও-পোড়াও করে দেখলেন। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলেন। দেখলেন ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। নির্বাচনে অংশ নেয়ার ধারাবাহিকতা রক্ষা করুন। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবেন না। আইনের শাসন মেনে চলুন।
শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জাতি শিক্ষকদের আন্দোলনের সম্মানজনক সমাধান চায়। আশা করি, প্রধানমন্ত্রী যত দ্রুত এর সমাধান করবেন তাতে স্বস্তি ফিরে আসবে।
সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম