রবিবার, ০৩ এপ্রিল, ২০২২, ০৮:৪১:২৪

বাংলাদেশ এখন অন্যদের জন্য উন্নয়নের রোল-মডেল : অর্থমন্ত্রী

 বাংলাদেশ এখন অন্যদের জন্য উন্নয়নের রোল-মডেল : অর্থমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার ৫১ বছর পার করেছে। এই সময়ে অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে অর্থনীতির ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পোঁছেছে। বাংলাদেশ এখন অন্যদের জন্য ‘উন্নয়নের রোল-মডেল’।

রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, অর্থনীতির আকারে বর্তমান বিশ্বে বাংলাদেশ ৪১তম, যা ২০০৬ সালে ছিল ৬০তম। স্বাধীনতার পর আমাদের অর্থনীতি জিডিপিতে ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে সময় লেগেছিল ৩৮ বছর, যা গত ১২ বছরে চারগুণ বৃদ্ধি পেয়ে ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র বিস্তৃত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ খুবই লাভজনক এবং বিনিয়োগের জন্য উত্তম স্থান। তিনি এই সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি বিনিয়োগের জন্য মার্কিন সরকারের প্রতি আহবান জানান।

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আর্থিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে