এমটি নিউজ ডেস্ক : ‘টিপ পরা’ নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্মধারী এক ব্যক্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় নারীরা জানাচ্ছেন প্রতিবাদ। নারীদের সঙ্গে যুক্ত হয়েছেন পুরুষরাও। নিজেদের টিপ পরা ছবি শেয়ার করছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (০৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফাইড ফেসবুকে টাইমলাইনে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন শিক্ষামন্ত্রী। ক্যাপশনে লেখেন 'আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালী, আমি নারী'।