বুধবার, ০৬ এপ্রিল, ২০২২, ০৫:০৭:০৩

হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

এমটি নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরার কথা রয়েছে তার।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (৫ এপ্রিল) চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসায় যান। পরে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে