বুধবার, ০৬ এপ্রিল, ২০২২, ০৮:৩৩:২২

কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালি চেয়ারম্যান

কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালি চেয়ারম্যান

এমটি নিউজ ডেস্ক : কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন। আজ বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। 

তিনি জানান, ধানমন্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। জামিন সংক্রান্ত কাগজপত্র গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে আজ বুধবার বিকালে তাকে কারামুক্ত করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে