ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের সামনে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ ফেলে চম্পট দিয়েছে অ্যাম্বুলেন্স চালক। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর একটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে যুবকটির লাশ হাসপাতালে নিয়ে আসে চালক। ওই অ্যাম্বুলেন্সের চালক জরুরি বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে লাশটি কাউন্টারের সামনে ফেলে রাখে দ্রুত সটকে পড়ে।
পরে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটির পকেট চেক করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি টিকিট পান। ওই টিকিটে লেখা আরটিএ।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ জানান, নিহত যুবকের পরনে রয়েছে ফুলহাতা চেক শার্ট আর নীল রঙের ফুলপ্যান্ট। তার মাথা ও বাম পায়ে সাদা গজ দিয়ে ব্যান্ডেস করা রয়েছে।
১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম