শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ০৮:২৮:২৯

আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই: বাহাউদ্দিন নাছিম

এমটি নিউজ ডেস্ক : ‘বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে’ বলে যারা এখন মাতম করছে, তারা একদিন উন্মাদ হিসেবে পরিচিতি পাবে। কারণ, দুর্নীতির জন্য শ্রীলঙ্কার আজ এই দুর্দশা। কিন্তু বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (১৬ এপ্রিল) ভোলার বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বিএনপি জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসতে চায় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে