বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১১:৩২:২৯

নিউমার্কেটে ক্রেতাদের ডাকাডাকি, টানাটানি, অশোভন আচরণ করা যাবে না

নিউমার্কেটে ক্রেতাদের ডাকাডাকি, টানাটানি, অশোভন আচরণ করা যাবে না

এমটি নিউজ ডেস্ক : চিরচেনা রূপে ফিরছে রাজধানীর নিউমার্কেট। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর ক্রেতাদের আস্থা ধরে রাখতে এখন তৎপর ব্যবসায়ীরা। এ জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চলছে মাইকিং। বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কোনোভাবেই যেন তাদের আচরণে ক্রেতারা বিরক্ত না হন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে খুলেছে নিউমার্কেট ও চন্দ্রিমা সুপারমার্কেট। ক্রেতা-বিক্রেতা উভয়ে ভালো আচরণ করলে এবং ভুল তথ্যে প্রভাব খাটানো থেকে বিরত থাকলে এমন ঘটনা আর ঘটবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। তাই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় শব্দযন্ত্রের মাধ্যমে বারবার বিক্রেতাদের প্রতি ‘শোভন’ আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।

ঘোষণায় বলা হচ্ছে, ‘কোনো কর্মচারী বা ব্যবসায়ী ক্রেতা সাধারণের সঙ্গে অশোভন আচরণ করতে পারবেন না। ক্রেতাদের কেনাকাটা করতে বাধ্য করা যাবে না। হাত ধরে টানাটানি, ডাকাডাকি বা কাঁধে হাত রেখে ক্রেতাদের দোকানে নেওয়ার চেষ্টা করা যাবে না। ক্রেতারা যেন বিক্রেতাদের আচরণে বিরক্ত বোধ না করেন, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

এছাড়া, মার্কেট কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সত্য প্রমাণ হলে অভিযুক্ত ব্যক্তিকে মার্কেট বা কাজ থেকে বহিষ্কার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও সোপর্দ করতে পিছপা হবে না ব্যবসায়ী সমিতি।

ঈদ সামনে রেখে নিউমার্কেট ও আশপাশের শপিংমলগুলো খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের। আর সমঝোতার পর ঈদের ছুটিতে হোস্টেল ছাড়তে শুরু করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে