সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ১০:২০:১১

এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর দুই নাতনির জন্মদিন পালন

এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর দুই নাতনির জন্মদিন পালন

এমটি নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এতিম শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে সামা হোসাইন ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির মেয়ে তাইকা লিলি রেহানা সিদ্দিকের জন্মদিন পালন করা হয়েছে।

রোববার মাগরিব বাদ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এতিম শিশুদের মাঝে দুইটি কেক কেটে প্রধানমন্ত্রীর দুই নাতনির জন্মদিন পালন করা হয়।

এর আগে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের আয়োজনে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ২৫৬ জন এতিম শিশুসহ মোট ৩৫০ জনের মাঝে রকমারি ইফতার, বিশেষ খাবার ও এতিম শিশুদের ঈদবস্ত্র উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দুই নাতনির সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দরুদ ও পবিত্র সূরা ফাতেহা পাঠ শেষে দোয়া মোনাজাত করা হয়।

মোনাজাতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, থানার ওসি একেএম সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাঁছাড়, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস প্রমুখ অংশগ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে