এমটি নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে। দেশে কোনো খাদ্য সংকট বা অভাব থাকে না।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শেরপুরের নকলা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আমাদের নেত্রী প্রায় সময়ই বলেন- এই দেশে এক ইঞ্চি জমিও খালি বা পতিত পড়ে থাকবে না। আর দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তাই আজ তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসেবে অসহায়দের জমিসহ ঘর দেওয়া হচ্ছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।